“সেই মেয়েটি, এককালে, অকারণেই ‘হি-হি করে হাসবার জন্য বিখ্যাত ছিল। এই মেয়েটি, আজকাল কারও হাসির শব্দ শুনলে, বিরক্তির চোখে তাকিয়ে থাকে… খুব সুন্দর কবিতা লিখতে পারতাে সেই মেয়েটি, এই মেয়েটির সাথে কাগজ-কলম এর সম্পর্কটা তেমন একটা ভাল না…ঝুম বৃষ্টি দেখতে পেলেই সেই মেয়েটি লুকিয়ে ছাদে চলে যেত, আর এই মেয়েটি—বৃষ্টির দিনে অবসর পেলেই, জানালা-দরজা বন্ধ করে ঘুমােতে যায়… একেবারে আলাদা দুজন মানুষ। যাদের একজনকে খুউব ভালবাসাে তুমি, আরেকজন এর মুখটাও দেখতে চাও না…”