গল্পটা বাবা এবং ছেলের মধ্যকার ধর্মচর্চা নিয়ে। এই গল্পের মাধ্যমে উঠে আসে এক নতুন নবী এবং তার ধর্মের ইতিহাস৷
এ ধর্মের অনুসারীর সংখ্যা নেহাত কম নয়,
“ওয়ার্ল্ড ক্রিশ্চিয়ান এনসাইক্লোপিডিয়া, ২০০১ সালের এক জরিপে (পৃ. ৪) প্রকাশ করে যে, ২০০০ সালে বিশ্বে বাহাই অনুসারীর ছিলো সংখ্যা প্রায় ৭০ লক্ষ ১০ হাজার, এবং ২১৮টি দেশে এদের অনুসারী রয়েছে।”
আর, সবচেয়ে মজার ব্যাপার এ ধর্ম পৃথিবীর ২য় দ্রুত বর্ধনশীল ধর্ম, “দ্য ব্রিটানিকা বুক অফ দ্য ইয়ার (১৯৯২-বর্তমান) বইটি ২০০২ সালে দেশের উপস্থিতির সংখ্যাকে ভিত্তি করে ধর্মের বর্ধনশীলতার একটি হার প্রকাশ করেছে। এই জরিপ অনুসারে বাহাই ধর্ম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বর্ধনশীল স্বাধীন ধর্ম। ব্রিটানিকা দাবি করেছে বিশ্বের ২৪৭টি দেশ ও স্থানে এই ধর্মের অস্তিত্ব আছে।”
তাই, এ বইয়ের প্রতিটা পাতায় পাতায় পাবেন, এই ধর্মের উৎপত্তি, ক্রমধারা এবং তাদের জীবনের গল্প।