বাবার নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ মা ঘর থেকে পালিয়ে গেছে আরেকজনের হাত ধরে। ঘরে আসে সৎমা। সৎমায়ের ভাইয়ের যৌন নির্যাতন থেকে রেহাই পেতে ভাইসহ আশ্রয় নেয় সৎবাবার কাছে। সৎবাবার হাত থেকেও রেহাই পায়না নিরুপায় এই কিশোরী। একদিন রণচণ্ডীহয়ে ওঠে বালিকা। দা দিয়ে এলোপাতাড়ি কোপায় সৎবাবাকে। তারপর রুদ্ধশ্বাস পলায়ন। ছুটছে, ছুটছে। ছুটতে ছুটতে কত দূর যাবে সে, কোথায় নিস্তার তার? একটানে পড়ে ফেলার মতো বই।