“শ্রেষ্ঠ গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পিরানদেল্লোর এ বইয়ের গল্প কটি থেকেই মূল সুরটি ধরা যায়। গভীর বেদনারসে গল্পগুলি পরিপুত। এ বেদনা কখনাে মধুরের আভাস এনে দেয়, যেমন কয়েকটা কমলালেবু’তে, কখনাে-বা অতল হতাশায় মগ্ন করে, যেমন তা বেশ’ গল্পে কখনাে তিক্ততা, কখনাে বিদ্রুপের বাঁকা হাসি, কখনাে-বা একটু দুর্লভ অশ্রুজল। কিন্তু বেদনা ছাড়া আর কিছু নয়। পিরানদেল্লোর ব্যক্তিগত জীবনের দিকে তাকালে এই বিচিত্র বিশাল দুঃখের একটা পটভূমি পাওয়া যায়।