এই কথাগুলাে আমার উপন্যাসের। আমার মা প্রায়শই বলেন, ‘অনেকগুলাে ছেলেমেয়ের মধ্যে কোনাে একটা সন্তান বাবা-মায়ের জীবনের দুর্ভাগ্যগুলাে বহন করে। বিষয়টা আমি জানি না। আমি জানি জিনগত কারণে সন্তান তার পিতা-মাতার কিছু বৈশিষ্ট্য, গুণাগুণ নিজের ভেতরে বহন করে। আসলে- বৈশিষ্ট্য, গুণাবলি আর দুর্ভাগ্য তাে এক বিষয় নয়, তাই না? গল্পে আমার মায়ের কথাটার প্রকাশ ঘটেছে। রহস্যময় প্রকৃতির আমি কিছুই জানি। জানার দুঃসাহসও করতে পারি না। অনেক জ্ঞানী-গুণী, মহামানুষ এ জগতে আছেন, যারা এই সৌভাগ্য নিয়ে এসেছেন। আমি বিশেষ করে তাদের কাছে ক্ষমা চাইছি, লেখায় আমার ভুল আর অজ্ঞতার জন্য। -বেলা প্রধান