“মরণের পরে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘মরণের পরে’ বইটি কবির প্রথম একক কাব্যগ্রন্থ। এছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় যৌথ কাব্যগ্রন্থের মধ্যে- ‘হৃদয়ের সন্ধি বিচ্ছেদ’, ‘উদীয়মান কবি’, ‘রক্তাক্ত রােহিঙ্গা’, ‘রােহিঙ্গা ও কালােরাত’, ‘স্মৃতিগুলাে পিছু ডাকে’, ‘কাব্যনেশা’, ‘হৃদয়ের গহীনে তুমি’, ‘নির্লজ্জ দু’টি চোখ’, ‘বিজয়ের উল্লাস’, ‘কবিয়ানা’, ‘কবিকোষ’, ‘কথা ও কবিতায় বঙ্গবন্ধু’, ‘নীলাম্বরে নীলপরি’, ‘চাঁদের হাট, ‘স্মৃতিগুলাে পিছু ডাকে, রমজানের রহমত, ‘কাব্য কিরণ’, ‘পল্লীপাতার ছড়াগ্রন্থ’, ‘কাব্যদীপ্তি’, ‘রক্তাক্ত ফাল্গুন’ উল্লেখযােগ্য। কবি সবসময় বাস্তবভিত্তিক কবিতা লিখতে পছন্দ করেন। তাই কবির এই বইয়ের সবগুলাে কবিতা বাস্তবতার আলােকে লেখা। বর্তমানে গভঃ প্রিন্টিং প্রেস তেজগাঁও ঢাকায় কর্মরত আছেন।