“স্বপ্নদ্বীপ” ফ্ল্যাপের লেখা কথা:
কবি ও কথাসাহিত্যিক কমল একজন সুপ্রসন্ন কবি। দীর্ঘদিন থেকে এই মানবজমিনে তার লেখালেখির পদচারণ। স্বপদ্বীপ নামের এই কাব্যগ্রন্থটির প্রত্যেকটি কবিতাতেই রয়েছে ভিন্নমাত্রার ছোঁয়া। তিনি তার কবিতার মাধ্যমে সমাজের নানান মৌলিকত্ব তুলে ধরেছেন। এই গ্রন্থটি মানুষের প্রাণের ছোঁয়া পাবে।