বিশ্ববিদ্যালয়ের আনন্দমুখর দিনগুলো, হল জীবন আর অনেক বন্ধুময় পরিবেশ সপ্তসুরের তালে এগিয়ে যায়। জীবনের নিয়মে জীবন জড়িয়ে যায় সংসারে। কর্মজীবী মেয়ের চাওয়া পাওয়া, মাতৃত্ব, ভালোবাসা, আবেগ একটু খোলা বাতাসে নিজেকে আবার আগের উচ্ছ¡ল জীবন ফিরে পাওয়ার আকুতি নিয়েই এই উপন্যাসটির মূল বক্তব্য। উপন্যাসে পরিবেশ, বর্ণনা, রূপরেখা, চরিত্র, সংলাপ ইত্যাদি যখন মানুষের জীবনের কাহিনিকে সুন্দর ও স্বার্থক ভাবে ফুটিয়ে তুলে তার মধ্যে জীবনের কোনো অর্থ বা ভাষ্য প্রকাশ করা হয়। জীবনের এই রূপায়ণ উপন্যাসের মাধ্যমে পাঠকের কাছে বাস্তব বলে প্রতীয়মান হয়। ‘সমুদ্রে জোছনার ঢেউ’ ডরিন আহম্মেদ-এর জীবনঘনিষ্ঠ উপন্যাস। আশা করি পাঠকগণ উপন্যাসটি পড়ে আনন্দ পাবেন।