হাসান মুরাদ গত দুই বছর আগে বাংলাদেশ সিভিল। সার্ভিস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এএসপি পদে যােগদান করেছেন। একটা দুর্ধর্ষ চোরাকারবারি দলকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে কাজ করছেন এই সৎ ও সাহসী অফিসার। মায়ের পছন্দে বিয়ে করেছেন পেখম। নামের শান্ত একটি মেয়েকে। কিন্তু সম্প্রতি মুরাদ জড়িয়ে পড়েছেন ছেংখিং নামের চঞ্চলা হরিণীর মতাে উচ্ছল এক রাখাইন নারীর। কী হয় শেষে এই দাম্পত্য ও প্রণয়ঘটিত সংকটের পরিণতি?
এহসান গাজী একটি দুর্ধর্ষ চোরাকারবারি দলের গডফাদার। সে এবং তার প্রধান সাগরেদ ভােজপুরি ভীষণ প্রভাবশালী। তাদের ক্ষমতা এবং প্রভাব খুব সুসংহত অন্ধকার জগতে। সম্প্রতি আসা এক এএসপি। তাদের জন্য হয়ে উঠেছে সমূহ যন্ত্রণার কারণ। এখন এই পথের কাঁটাকে নিজেরা ঝুঁকিমুক্ত থেকে কিভাবে সরিয়ে দেবে তারা? ভারতের একটি শহরের পতিতাপল্লীতে জন্ম নেয়া এক কিশাের জীবিকার তাগিদে ভ্রাম্যমানের মতাে ঘুরতে থাকে আসাম থেকে মেঘালয়, মেঘালয় থেকে অরুণাচল। আসামের এক অন্ধকার প্রকৌষ্ঠে এক বিভীষিকার রাতে তার দেখা হয় আরাকান হতে বিতারিত অন্য এক ছিন্নমূল কিশােরের। কী হয় তারপর এদের দুজনের ভাগ্যে?
অনিকেত মানে গৃহহীন, নিরাশ্রয়। অনিকেত’ মূলত শুদ্ধ ভালােবাসার খোঁজে ফেরা কিছু অনিকেত হৃদয়ের আশ্রয় খোঁজার গল্প, আবার কিছু মানচিত্রচ্যুত অনিকেত মানুষের দেশহীনতার গল্প! এসব গল্পের পরিণতি জানতে ডুব দিতে হবে মূল গল্পে।