মুক্তিযুদ্ধের পর জাতি হিসেবে সার্বজনীনভাবে আমাদের গর্ব করার মত অর্জন দুইটি- ক্রিকেট এবং ব্যান্ড সংগীত। বিচ্ছিন্নভাবে কিছু কাজ হলেও বাংলাদেশের ব্যান্ড সংগীত আন্দোলন নিয়ে দুঃখজনকভাবে সেভাবে কোন আর্কাইভ গড়ে ওঠেনি। এই বইটি সেই পথের একটি ক্ষুদ্র প্রচেষ্টার সূচনা মাত্র।
এই বইতে যাদের কথা উঠে এসেছে তারা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ের সন্তান। একটি নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত সে সময় ও তার নায়কদের সম্পর্কে সঠিক, নিরপেক্ষ ও পরিপূর্ণ ধারণা ভাষায় প্রকাশ করা দুষ্কর। বাংলাদেশের ব্যান্ড সংগীত আন্দোলনের সোনালী সময় অতিক্রান্ত হয়েছে বহু আগেই, অবশিষ্টটুকুও নিঃশেষ হওয়ার পথে। যুগসন্ধিক্ষণের এহেন মুহুর্তে তাই পরিপূর্ণ না হলেও এই বইটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা করা যায়।