“ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট সায়েন্স ফিকশন” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
২০১৭-এর বইমেলায় এপিপিএল থেকে বেরিয়েছিল বিশ্বখ্যাত ১২ জন সাই-ফাই লেখকের সায়েন্স ফিকশন গল্প নিয়ে পৃথিবীর সেরা ১২ সায়েন্স ফিকশন। ওই বইয়ের ভূমিকায় লিখেছিলাম পাঠকদের ভালাে লাগলে ভবিষ্যতে এ ধরনের আরেকটি সায়েন্স ফিকশন সংকলন আমরা করব। পাঠক, প্রথম বইটিতে অর্থাৎ পৃথিবীর সেরা ১২ সায়েন্স-এ দারুণ সাড়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হলাে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট সায়েন্স ফিকশন। এবারের বইতেও ১২ জন বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন লেখকের ১২টি সেরা গল্প দেওয়া হলাে।
এ বইটিতে যেসব লেখকের গল্প আছে তা তাদের সেরা গল্প বলেই বিজ্ঞানসাহিত্যে বিবেচিত। গতবারের মতাে এবারেও আমরা লক্ষ রেখেছি কাহিনি-বৈচিত্র্যের দিকে। একেকটি গল্পের একেক রকম স্বাদ। কিছু গল্প নির্জলা সাই-ফাই, কিছুর মধ্যে রয়েছে হররের স্বাদ আবার কয়েকটি গল্পে ফ্যান্টাসির আস্বাদ মিলবে। তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি, এ বইয়ের প্রতিটি কাহিনি এতই চমৎকার, যার রেশ গল্প পড়া শেষ হওয়ার পরেও ফুরােয় না, পাঠকদের মনে অনুরণন তােলে, ভাবায় এবং এরকম আরাে গল্প পড়ার জন্য তাঁদের মনে। জাগায় তৃষ্ণা!