এই বইটির লেখক বীর মুক্তিযোদ্ধা জনাব মিজানুর রহমান খান বীরপ্রতীক – ১৯৭১ সালে অল্প বয়সেই হাতে বন্দুক তুলে নেন এবং পাক-হানাদার বাহিনীর বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান! সকল যোদ্ধার মতো তিনিও কসম খান- “হয় স্বাধীনতা; নয়তো শেষ রক্ত বিন্দু অব্দি লড়াই!” সন্মুখ যুদ্ধে পারদর্শী হেলাল কোম্পানীতে যোগ দিয়ে একাধিক সম্মুখ সমরে অংশগ্রহন করেছেন তিনি। সেক্টর কমান্ডার কর্নেল তাহেরকে গুরুতর আহত অবস্থায় শত্রু বেস্টনি থেকে উদ্ধার করে, সেই দুর্ধর্ষ কামালপুরের যুদ্ধে পাকিস্তানি আর্মির আত্বসমর্পনে বীরত্বপূর্ন ভূমিকা রেখেছেন এই বইটির লেখক। অথচ, বীরত্বের খেতাব পাওয়ার মতো সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করার পরেও তিনি তার বইয়ের শিরোনামেই জানিয়ে দেন- “আমি যা দিয়েছি, সে তো “এক বিন্দু শিশির’ মাত্র!” এই ‘বিনয়ী বীর’ বইটি লিখেছেন মূলতঃ তরুণ পাঠকদের কাছে মুক্তিযুদ্ধের সেই দম বন্ধ করা দিন ও রাতগুলোর একটি সত্য চিত্র তুলে ধরতে! “এক বিন্দু শিশির” বীর মুক্তিযোদ্ধা জনাব মিজানুর রহমান খান বীরপ্রতীক-এর প্রথম বই হলেও ইতিমধ্যে পাঠক সমাজে বেশ সমাদৃত”