“কুকুরের হৃদয়” বইয়ের পেছনের কভারে লেখা:
মিখাইল বুলগাকভ (১৮৯১-১৯৪০) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম বিখ্যাত রুশ লেখক, নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা। তাঁর বিখ্যাত উপন্যাস ‘The Master and Margarita’ বিংশ শতাব্দীর সবচেয়ে প্রসিদ্ধ রচনাবলির অন্যতম বলে গণ্য করা হয়। এছাড়াও তাঁর রচনাবলির মধ্যে রয়েছে “The White Guard’, ‘The Fatal Eggs’, ‘Morphine’ কয়েকটি নাটক আর অনেক ছােটগল্প। ১৯২৫ সালে লেখা তাঁর বিখ্যাত উপন্যাস কুকুরের হৃদয় (The Heart of a Dog) সম্পর্কে প্রথমেই যে কথাটি বলা দরকার, তা হলাে এ বইটি মাত্র ১৯৮৭ সালে প্রথম সরকারিভাবে তল্কালীন সােভিয়েত ইউনিয়নে প্রকাশিত হওয়ার সুযােগ পায়। যদিও ১৯৬০ সালে বইটি গােপনে কপি করে প্রকাশিত হয় এবং ১৯৬৭ সালে তা বিদেশে প্রকাশিত হয়। বইটি কল্পকাহিনির আবরণে একটি সুখপাঠ্য সমাজ, দর্শন ও রাজনীতি-বিষয়ক ব্যঙ্গরচনা। ১৯৮৮ সালে এই বইটির ভিত্তিতে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়।