“দুর্ধর্ষ তিন গোয়েন্দা” বইয়ের পেছনের কভারে লেখা
দুর্ধর্ষ তিন গােয়েন্দা। গােয়েন্দার কাজই নানা জায়গায় ঘুরে বেড়ানাে এবং নানা রহস্য উন্মােচন করা। একদিকে গােয়েন্দার স্বাদ, আরেকদিকে অ্যাডভেঞ্চারের স্বাদ। দুর্ধর্ষ তিন গােয়েন্দ উপন্যাস তিনটি পড়ে সেই আনন্দই পাবে কিশাের বন্ধুরা। এই বই পড়তে পড়তে তােমরাও স্বপ্ন দেখবে একদিন গােয়েন্দা হবে, ঘর ছেড়ে দূরে কোথাও বের হয়ে পড়বে। দুর্ধর্ষ গােয়েন্দা শান্তনু উপন্যাসটিতে গােয়েন্দাগিরিতে পারদর্শী শান্তনু তােমাদের নতুন একটি বিশ্বকে চিনিয়ে দেবে। তােমাদের মনে হবে তােমরা একেকজন শান্তনু হয়ে উঠবে । দুর্ধর্ষ গােয়েন্দা অভিযানেও ক্ষুদে গােয়েন্দারা নানারকম সাহসী কাজ দিয়ে রহস্য উন্মােচন করে, যা একটি দুঃসাহসী কাজ।। এছাড়া দুর্ধর্ষ জনি গােয়েন্দা উপন্যাসে নতুন ধরণের গােয়েন্দাগিরির কথা বলা আছে। সব মিলিয়ে গােয়েন্দারা হয়ে উঠবে দুর্ধর্ষ।