সারাটা জীবন বঙ্গবন্ধু লড়েছেন অসহায় মানুষের জন্য। আবার ভালােবাসাও পেয়েছেন মানুষের। মানুষের অধিকার আদায়ের জন্য জীবন-মৃত্যুর পরােয়া করেননি। মানুষের আস্থার শেষ ঠিকানাই ছিলেন তিনি। বঙ্গবন্ধুর এক হৃদয়ে রবীন্দ্রনাথ, আরেক হৃদয়ে ছিলেন নজরুল। দ্রোহ ও সৃষ্টিকে বঙ্গবন্ধু একসঙ্গে দুচোখ দিয়ে দেখতেন। একদিকে অন্যায়ের প্রতিবাদ, অন্যদিকে সৃষ্টিকে জাগিয়ে ভাবতেন কীভাবে গঠনমূলক কাজ করা যায়। সাড়ে সাত কোটি মানুষ। সেদিন শুধু বঙ্গবন্ধুর নির্দেশেই পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল। দুনিয়ায় এমন উদাহরণ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। বঙ্গবন্ধু একজনই। সারাদেশের মতাে ঢাকা শহরের যুবকরাও ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে ‘৭১ সালে । যুদ্ধকালীন ঢাকা শহরের মুক্তিযােদ্ধারা সেদিন বঙ্গবন্ধুর ডাকে নিশ্চিত মৃত্যু জেনেও পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে এসেছে, তার অজানা কিছু তথ্য ‘একাত্তরের ঢাকা’ উপন্যাসে তুলে ধরা হয়েছে ।