বর্তমান যুগটা ইংরাজি ভাষা ছাড়া যেন অসম্পূর্ণ।পড়াশুনা থেকে শুরু করে কর্পোরেট লাইফ এমনকি দৈনন্দিন জীবনের সব কিছুতেই ইংরেজি ভাষা ছাড়া গতি নেই। আর বিসিএস থেকে শুরু করে সকল ধরণের ভর্তি পরীক্ষা ও নিয়োগ পরিক্ষায় খুব গুরুত্বপূর্ন জায়গা দখল করে আছে ইংরেজী। তাই ইংরেজী শুদ্ধভাবে বলতে ও লিখতে পারাটা এখন খুবই গুরুত্বপূর্ণ।
আর ইংরেজী সঠিকভাবে পড়তে ও লিখতে হলে আগে খুব ভালোভাবে রপ্ত করতে হবে গ্রামারের সব নিয়ম। কিন্তু ইংরেজী গ্রামারের এই অসংখ্য নিয়ম মনে রাখা কি এতটাই সহজ!! দেখা যায় একটা মনে রাখা হলে অন্যটা মনে থাকে না অথবা একটার সাথে গুলিয়ে যায় অন্যটা। তাই দরকার এমন কিছু যা ইংরেজি শিখাটাকে আরো সহজ ও মজার করে তুলবে।
আর এমনি একটি মজার বই হল 100 Rules of English Grammar. তারমানে একটি বই এবং মাত্র ১০০টা রুলস সব সমস্যার সহজ সমাধান। মাত্র ১০০টা সহজ নিয়ম মনে রেখেই ইংরেজি ভাষাকে নখদর্পণে আনা সম্ভব। তাই এই বইটি তাদের সকলের জন্য যারা সহজভাবে এবং শুদ্ধভাবে ইংরেজি শিখতে ইচ্ছুক।