বাজার চলতি গল্পের জগত থেকে বেশ দূরের এক ছায়া মহলে বসে আখ্যান বুনে চলেছেন এই গ্রন্থের লেখক। একটা কষাটে ভাব, সত্যের নির্মম মুখটার দিকে ঝুঁকে থাকা কম্পাস, এই গল্পগুলোকে স্বতন্ত্র করেছে। নাগরিক জীবনের পারস্পরিক সম্পর্কের টানাপড়েন, স্বার্থপরতা, আনন্দ-বেদনা এবং আত্মকেন্দ্রিরতা, শ্লেষ আর বেদনায় মাখামাখি গল্পগুলো পাঠকের স্বস্তি কেড়ে নেয়, রোজকার জীবনের ভেতর এক এক সময় অতীত ঘটনা ঢুকে পড়ে, তা জৈবিক ও সামাজিক জীবনের উপরে প্রভাব ফেলে যায়, জীবনের নানা টুকরো টুকরো ছবিতে, যা আমরা তাচ্ছিল্য করে পেছনে ফেলে যাই, ঠিক সেই ঘটনাগুলোই পরম যত্নে জীবন-রসিকের দর্শনে স্থান করে নিয়েছে গল্প আকারে। লেখকের নিজস্ব শৈলি ও আঙ্গিকে গল্পগুলো স্বতন্ত্র গদ্যের উপস্থাপনায় উজ্জ্বল হয়ে উঠেছে।