“অবিবাহিত মা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবিতার সাথে প্রথম আলাপনই আমার প্রথম প্রেম। তারপর মনে হয়েছে কবিতা কি শৈল্পিক তাবিজ নাকি ভেঙ্গে গড়ার অস্ত্র! হৃদয়ে জমে থাকা অনুভূতি প্রসব বেদনায় ছটফট করতে করতে পূণ্যবান সন্তানের জন্ম দেয়। কবিতা আমাকে প্রেমে চুমু খেতে শিখিয়েছে। বলেছে ঘৃণা পরিহার করে হৃদয়বান হও। বলেছে বিপ্লবী হও। বলেছে যন্ত্রণা ঝেড়ে ঘুরে দাঁড়াও। প্রতিবাদ করাে, । অন্যায়ের ঘারে থাবা বসাও। বলেছে তুমি এমন শব্দ লিখাে যখন যে হৃদয়। উপলব্ধি করবে সেই হৃদয়ে শিখা হয়ে জ্বলবে । তারপর মানুষের অন্তরে প্রবেশ করেছি, হয়ে উঠৈছি মানুষের অন্তর আত্মা ।। আমার প্রতিবাদ পৌঁছেছে রাজপ্রাসাদ থেকে আত্মার নগ্ন ঘর। বলেছি কবিতা একটি বিশুদ্ধ মারণাস্ত্র; যুদ্ধের পূর্ব প্রস্তুতি। ওপেন হেইমারের বােমা থেকেও শক্তিশালী। কবিতা হৃদয়ে শক্তি সঞ্চার করে, ভুলে যাওয়া মানুষকে মনে করিয়ে দেয়। মানুষ ঘুরে দাঁড়ায় কবিতার সংস্পর্শে; তারপর হয়ে ওঠে পারমাণবিক শক্তি ।