কিসের যেন আওয়াজ! ভয় ভয় রাত, ঝুপ ঝুপ। অন্ধকার, আকারের বিলুপ্ত দুজনের মাঝে আরও একজন অচেনা কেউ। কই! কোথাও কেউ নেই। আছে ভয়, ভয়ের হৃদ স্পন্দন। আঁধারে ছুটে বেড়ানাে একজনের সঙ্গী। কে সে? আমি হারুন। মন্ডুটা এখনও নিখোঁজ। একা একা ঘুরে বেড়াচ্ছি নিঃশব্দ পথে। আর ওরা আনন্দের সাথে তাল মিলিয়ে ছিড়ে খাচ্ছে আমার প্রাণের সাথীকে। তার মানে আমি ঘুমন্ত নগরীতে নিখোঁজ মানুষের ভীরে। অগােছালাে পথচারী? হা হা হা… ওমন করে হাসতে নেই। কামরুল পালাবে কতদূর? এই পথে কেউ আসে না। তােরাই প্রথম এলি! নিশি নক্ষত্রের নিচে আমি একা। কিন্তু তােরা কে? আঁধারের সঙ্গী হতে চাস? তা হবে না, ও শুধু আমার। হত্যার ঘটনায় পরিবর্তনের অমানিশায় হারায় কয়েকজন। আর উচ্ছিষ্টের প্রান্ত বিন্দুই আঁধারের ফেরারি। কোন স্রোতে ভাসবে জীবন? অনুকূলের শান্ত ছায়ায়? নাকি প্রতিকূলের ঢেউয়ের ধাক্কায়। কীভাবে প্রকাশ হবে ভােরের আলাে? একটু একটু করে আড়ালে প্রবেশ করবে আঁধারের ফেরারি…