“চা বাগানে বাঘ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কিন্তু হঠাৎ মনে হলাে তার পায়ের উপর দিয়ে কিছু একটা যেন দৌড়ে পালাল! রাতুল ফিরে দেখে একটা সাদা খরগােশ লাফাতে লাফাতে যাচ্ছে। রাতুনের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। সে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে উবু হয়ে খরগােশের পেছন পেছন গেল। কিন্তু একটু সামনে গিয়েই আর দেখতে পেল না খরগােশটাকে। ওটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রাতুল কিছুক্ষণ এদিক-ওদিক খুঁজে হাল ছেড়ে দিল। তারপর সােজা হয়ে ঘুরতে যাবে তখনই ওর চোখ পড়ল হলুদ রঙের কিছু একটার ওপর। চা গাছের ফাঁক-ফোকর দিয়ে এগােচ্ছে। ওটা উকি দিয়ে রাতুল যা দেখল তাতে সে জমে গেল পাথরের মতাে। গাছের আড়াল থেকে আস্তে আস্তে বের হয়ে এলাে হলুদ একটা বাঘ! রাতুল চিৎকার করতে গিয়ে দেখল ওর গলা দিয়ে স্বর বের হচ্ছে না। বাঘটা এদিকে এগিয়ে আসছে। রাতুল ঢােক গিলল। চা-বাগানে বাঘ আসবে কেমন করে? আচ্ছা, এটাই চিড়িয়াখানার সেই পলাতক বাঘটা নয়তাে?