“রং নাম্বার” বইয়ের ফ্ল্যাপে লিখা
রং নাম্বার উপন্যাসটি দুজন তরুণ তরুণীর নিটল প্রেম কাহিনী নিয়ে লেখা। আমাদের আশ পাশের চলমান ঘটনার প্রতিচ্ছবি, প্রতিধ্বনি। এর সাথে কারাে ব্যক্তিগত জীবনের কোন মিল নেই। ডাক্তার মুহিত আর বিথির মাঝে ক্ৰসকানেকশনে গড়ে ওঠা সম্পর্ক, তারপর প্রেম ভালােবাসা সব শেষে নাছিম সাহেবের ঐকান্তিক ইচ্ছায় দুজনের মিলন সবই আমাদের চলমান জীবনের অংশ। পারিবারিক শ্রদ্ধাবােধ, ভাই বােনের মাঝে ভালােবাসার মেলবন্ধন, শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীলতা, মানুষের প্রতি কর্তব্যবােধ সর্বোপরি চলমান জীবনে আমাদের আশ পাশে ঘটে যাওয়া অজানা কিছু তথ্য, রস রসিকতায় পরিপূর্ণ জীবনধর্মি একটি উপন্যাস।