“মানুষের তালিকা থেকে পথিক নামটি বাদ দিন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
“আমরা দুজন এ শহরের বাসিন্দা নই। চুপচাপ রাতদিন রান্নাবান্না খাওয়া-ঘুম নিশীথ ভাের। দেখি না সাপের গর্তে হিসহিস ব্যাঙের মুখে ব্যাঙাচি শরীর।” “মরিয়মের মা, তুমি আবারাে নিয়ে আসাে। আশ্বিনী বিকেলের শালুক-শালুক বােধ; তােমার হাতে তুলে আনা সকাল-সাঁঝের। মায়াসিগ্ধ উষ্ণতা। তুমিতো শুধু মরিয়মের মা নও, তুমি স্বাধীনতা; তুমি শেষ। বিকেলে উঠোনজোড়া মুক্তি-মুক্তি ভালােবাসা।”
“প্রতিদিন মরণ এবং আগুনবসতি। কালসাপের দংশনলীলা, কামুকঘ্রাণ। তবু বেঁচে থাকে ব-দ্বীপ। বুভুক্ষু জলধি ও আরাকান।”