“স্বপ্নের মায়াজালে” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
রাতের বৃষ্টির টুংটাং আওয়াজ বেশ লাগছে। টিনের চালায় বৃষ্টির ফোঁটাগুলাে অন্যরকম আবহ সৃষ্টি করে। রােমান্টিক একটা ভাব চলে আসে। নােমান জানালা খুলে রাতের আকাশটাকে দেখে। ঘুটঘুটে আঁধারে মেঘের খেলা। মাঝেমাঝে বজ্রের ঝলকানি। মনে হচ্ছে প্রিয়তমার বিয়ােগান্তে প্রকৃতিও কাঁদছে।
আবছা আলােয় খুব একটা খারাপ লাগে না। গাছগাছালির ফাঁকফোকড় দিয়ে রাতের চাঁদ দেখার ব্যর্থ চেষ্টা। বৃষ্টিতে চাঁদ ওঠেনি। মেঘে মেঘে চাঁদটা ঢেকে আছে। নােমান জীবনের মানে খোজায় ব্যতিব্যস্ত। নাটকের পরবর্তী দৃশ্যটা বারবার চোখে ভেসে আসে। মাথায় গিজগিজ করতে থাকে। কেউ যেন খোঁচা দিয়ে বলে কী হবে ধনসম্পত্তি দিয়ে যদি ভােগ করতে নাই পারাে? মৃত্যুর সময়ে সবকিছু রেখেই যেতে হবে । অবহেলায়-অনাদরে শেষ হবে অর্জিত সব সম্পত্তি।