রবার্ট ফ্রস্ট একজন জনপ্রিয় আমেরিকান কবি। তিনি ২৬ মার্চ ১৮৭৪ তারিখে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সাংবাদিক পিতা উইলিয়াম প্রেসকট ফ্রস্ট ও মা ইসাবেলা মুডি’র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর ইংল্যান্ডের জটিলতম সামাজিক এবং দার্শনিক পটভ‚মি নিয়ে গবেষণাধর্মী লেখা লিখেছেন। তাঁর লেখা অসংখ্য কবিতার মধ্যে বেশ কিছু কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন আমেরিকার গ্রামীণ জীবনাচার। গ্রামীণ জীবনের বাস্তবানুগ বর্ণনা এবং আমেরিকান কথ্যভাষায় তাঁর মুন্সিয়ানা ছিল অসামান্য। তাঁর লেখা আমেরিকার চেয়ে ইংল্যান্ডে আগে প্রকাশিত হতো। রবার্ট ফ্রস্ট তাঁর জীবদ্দশায় চারটি পুলিৎজার পুরস্কারে ভ‚ষিত হয়েছিলেন। তিনি আমেরিকার জনগণের কাছে একজন ব্যতিক্রমী কবি হিসেবে পরিচিত। তিনি তাঁর কবিতার জন্য ১৯৬০ সালে কংগ্রেশনাল স্বর্ণপদক পান। তিনি ১৯৬১ সালের ২২ জুলাই তারিখে লরেট অব ভারসন উপাধিতে ভ‚ষিত হন। ব্যক্তিগত জীবনে দুঃখ ও বিয়োগ-ব্যথা কবি রবার্ট ফ্রস্টের সারা জীবনের সঙ্গী। তাঁর মা ১৯০০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ১৯২০ সালে তাঁর ছোট বোনকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেয়ে ইরমাকেও মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রীর নাম ইলিনর। রবার্ট ফ্রস্ট-ইলিনর দম্পতির ছয় সন্তান ছিল। পুত্র ক্যারল আত্মহত্যা করে মারা যায়। রবার্ট ফ্রস্টের জীবদ্দশায়ই চার সন্তানের মৃত্যু ঘটে। তাঁর নির্বাচিত কবিতার বইয়ের মধ্যে উইচ অব কুস, হোম বুরিয়াল, অ্যা সার্ভেন্ট টু সার্ভেন্টস, ডিরেক্টিভ, নাইদার আউট টু ফার নর ইনটু ডিপ, প্রোভাইড প্রোভাইড, একুইন্টেড উইথ দ্য নাইট প্রভৃতি বিখ্যাত। ‘রবার্ট ফ্রস্টের শ্রেষ্ঠ কবিতা’ নামের কাব্যগ্রন্থটি কবির জীবনে লেখা অসংখ্য কবিতার ভেতর থেকে সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলির সমন্বয়ে তৈরি। কবিতাগুলো অনুবাদের ক্ষেত্রে এর সাহিত্যরসের প্রতি বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয়া হয়েছে; যাতে করে পাঠকমাত্রই অতি সহজে প্রতিটি কবিতার বক্তব্য ও সারাংশ অনুধাবন করতে পারেন।