ঢাকার এক মফস্বল এলাকায় হুট করেই পাওয়া গেল একটি লাশ। যার ডান হাতের কব্জিতে মার্কার কলম দিয়ে লেখা – ঋ! তদন্তে নেমে পড়লেন জায়েদ হাসনাত। সাথে এসে জুটেছে সদ্য ডিটেক্টিভ ট্রেনিং শেষ করে আসা মেজবাহ কবির। ঠিক তখনই একজন আগুন্তুক এসে দেখা করলেন জায়েদ হাসনাতের সাথে। দাবী করলেন, খুন গুলো নাকি তিনিই করেছেন।
একের পর এক বলে যেতে লাগলেন খুন সম্পর্কে তাক লাগানো তথ্য! কিন্তু প্রমান কোথায়?
হয়ে চলেছে খুন, একই রকম ভাবে কব্জিতে লেখা – ঋ। সেই আগুন্তুকও জানিয়ে যাচ্ছেন খুনের তালিকা এবং বিষদ বিবরণ। কিন্তু কোথাও প্রমান নেই!
বিস্তৃত জটিল জঁট ছাড়াতে গিয়ে, অন্যকোনো জালে আটকা পড়ছেন না তো দারোগা জায়েদ?