অবধারিতভাবেই প্রত্যেকে প্রেমে পড়ে এবং সব কবিই দু’চারখান প্রেমের কবিতা লেখে। তবে সকল প্রেম যেমন পূর্ণতা পায় না, তেমনি সকল প্রেমের কবিতাও পাঠকের হৃদয় ছুঁয়ে যায় না। সাকিরা পারভীনের প্রেমের কবিতা হৃদয়ের গভীর থেকে উৎসারিত এবং তা হৃদয়কে ছুঁয়ে যায়।