সোহাগীর জালাল রাজাকার একটি এপিক নভেল। এক অকমন্য তরুন জালালের রাজাকার হয়ে উঠার গল্প নিয়ে এই উপন্যাস। ফলসরুপ, ভিখিরী মা জালালের পরিচয় জানতে চাইলে ,গর্ভধারিণী মা তখন স্থান ত্যাগ করে। আজকের সমাজে যা ঘটছে, তার সবই এই সোহাগীর জালাল রাজাকারের চরিত্রে পাওয়া যাবে। আমি জানি না এ পূনজন্ম কিনা।