”করোনা’ বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
কেবলমাত্র করােনা ভাইরাসের কারণে এখন পর্যন্ত বিশ্বব্যাপী একটি মানুষেরও মৃত্যু হয়নি- যদি মৃতব্যক্তি আগে থেকেই অন্য কোনাে জানা-অজানা রােগে ভূগতে না থাকেন তাে! সুতরাং সময় থাকতেই বদলে ফেলুন নিজের ভুলভাল lifestyle | কিভাবে বদলাবেন- জানতে চাইলে এই বইটি পড়ুন । চলমান দুঃসময়ে সুন্দর জীবন প্রত্যাশীদের জন্য এটি একটি consolete guideline! যারা এখনাে করাে ভাইরাসে আক্রান্ত হননি, তারা বইটি পড়ে আত্মস্থ করে পুরােপুরি মেনে চললে করােনাক্রান্ত হবেন না। ইতােমধ্যে আক্রান্ত হয়ে গেলে চিকিত্সা-ব্যবসায়ীদের দ্বারস্থ হয়ে এই বইটি পড়ে ঘরে বসেই প্রাকৃতিক নিয়মে নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। আর যারা আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছেন, বইটি তাদেরকে দুর্বলতা কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরার অনুপ্রেরণা যােগাবে। পুরাে বইটি জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে অজস্র সুস্থতার সবক। শুধু করােনা ভাইরাস নয়, বইটি পড়লে সকল মারণঘাতী রােগ থেকেও নিজেকে রক্ষা করার পথ সুগম হবে (ইনশাল্লাহ)। কেননা সব ওষুধ আছে প্রকৃতিতে আর আপনার সুস্থতা আপনারই হাতে! করােনা’ শব্দটি ব্যবহার করে অগুনতি বই লেখা হয়েছে, কিন্তু বাংলাভাষায় করােনা বিষয়ক দিক-নির্দেশনামূলক এই বইটি শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতাে।