এই প্রকাশিত-অপ্রকাশিত, অগ্রন্থিত
পাণ্ডুলিপির প্রতিলিপি সংস্করণের কোনাে
নামকরণ করেননি কবি। কারণ এটা
কবির কোনাে পরিকল্পিত গ্রন্থ নয়। এই
কবিতার খাতায় একটি বিষয় লক্ষ্যযােগ্য
: কবি এক রঙের কলমে লেখেননি;
কালাে, নীল, সবুজ, লাল ও গােলাপী-
নানা রঙের বলপেনে লিখেছেন। বইটি
অবিকল মুদ্রণের সবিশেষ প্রয়াস নেওয়া
হয়েছে। পাঠযােগ্য করার অভিপ্রায়ে
হরফগুলাে সামান্য বড়াে করে ছাপা হলাে।
এই সংকলনে ৭২টি ছােটো-বড়াে কবিতা বিভিন্ন কাব্যগ্রন্থে
প্রকাশ পেয়েছে। কয়েকটি অগ্রন্থিত অপ্রকাশিত।
কবিতাগুলাে তাঁর নির্বাচিত নয়।
১৯৮২-৮৫ কালপর্বে এগুলাে রচিত।
প্রভাতী নামে একটি ছাত্র ব্যবহার্য ক্রাউন আকারের রুল-টানা খাতায় কবিতাগুলি লিখিত।