“হাজার বছরের প্রেমের কবিতা” বইয়ে” বইয়ের পেছনের কভারে লেখা:পৃথিবীর বিভিন্ন প্রাচীন সাহিত্যের লিরিকধর্মী প্রেমের কবিতার একটি সংকলন বাঙালী পাঠকের সামনে উপস্থিত করা হলাে।
এর আগে এ-ধরনের কোনাে সংকলন প্রকাশিত হয়নি। প্রথমেই যে-কথা বলা প্রয়ােজন তা হলাে, এই সংকলন পণ্ডিত বা গবেষকের জন্যে নয়, রুচিমান ও মননশীল সাধারণ বাঙালী পাঠকের রসপিপাসার তৃপ্তিসাধনই এর একমাত্র উদ্দেশ্য।
প্রেমের কোনাে বিশেষ তত্ত্ব প্রতিপাদন বা প্রতিষ্ঠা করতে আমরা চাইনি।