“গল্পগুলো বিজয়ের” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কবিতা জীবনের প্রতিচ্ছবি । কবিতার জন্ম হয় বােধের সত্তা থেকে। কংক্রিট সভ্যতার আকাশছোঁয়া, আকাশচুম্বি অট্টালিকার ভীড়ে তরুণ কবি ফখরুল হাসান শাওন উদভ্রান্তের মত তার কবিতায় খুঁজে বেড়িয়েছেন দ্রোহ, প্রেম, ভালােবাসা। তার কবিতায় তীর্যক প্রতিবাদ, গণমানুষের দাবি, ভােট ও ভাতের অধিকার, মানবতা ও শােষিত মানুষের মুক্তির বার্তা, প্রেম, ইত্যাদি নিপুণভাবে উঠে এসেছে। আসলে শিল্পের মােড়কে জীবনেতিহাস ও সমাজের চিত্র আঁকাই হয়ে ওঠে প্রকৃত কবির মৌল দায় । তাই হয়েতাে কোন কল্পনার আতিশয্য কিংবা বাড়াবাড়ি নেই তার কবিতায়। একজন শিল্পীর জীবনে যে শিল্প আদর্শ থাকা দরকার তা ফখরুল হাসান শাওনের কবিতায় আছে। সে দায় পালনে তিনি রুদ্র স্বতঃপ্রণােদিত। আমি আশা করছি শিশুতােষ গল্পগ্রন্থ ‘গল্পগুলাে বিজয়ের বইটি পাঠকের ভালােবাসা ও পাঠক প্রিয়তা পাবে।