“স্বপ্ন দেখা সেই মেয়েটি” বইয়ের ফ্ল্যাপে লিখা
‘স্বপ্নদেখা সেই মেয়েটি’ আমার কাছেরই একজন। যে মেয়েটি শৈশবেই মাতৃহারা হয়ে সমাজের নিষ্ঠুরতার শিকার। কিন্তু তবুও তার চোখে অনেক স্বপ্ন। সে স্বপ্ন জীবনে বড় হওয়ার, মানুষের মত মানুষ হওয়ার। কিন্তু ভাগ্যের নির্মমতা তাকে পদেপদে বাধাগ্রস্থ করে তবু ও সে থেমে থাকে না। একসময় জীবনে প্রেম আসে। স্বপ্ন দেখায় তাকে স্বপ্নের রাজপুত্রটি। কিন্তু সে প্রেমকে ঘিরে একসময় বিষাদ নেমে আসে। সমাজের অশুভ ছায়ার কাছে তার সে স্বপ্ন হার মানে।
এছাড়াও ঘটনার পরিক্রমায় সমাজের কিছু কুসংস্কার ও ভ্রান্তধারণা চিত্রের গল্প কতেক সন্নিবেশ করা হয়েছে যা পাঠকের মনপুতঃ হবে বলে আমার বিশ্বাস। আর এ উপন্যাস রচনাকালে যারা আমায় সহযােগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে উপন্যাসটি অতি অল্পসময়ে প্রকাশ করার কারণে কিছু ভূলত্রুটি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণে এই লেখাটি আর ও সুন্দর, শােভন ও ত্রুটিমুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। আর আমার এই লেখনী কারাে ভালাে লাগলে তবেই স্বার্থক হবে আমার শ্রম।
-লেখক