করোনা থেকে বাঁচার উপায় ড. মোহাম্মদ আবুল হাসান বিষয় : চিকিৎসা বিষয়ক নভেল করোনা ভাইরাসের কাছে আজ বিশে^র সকল পরাশক্তি পরাজিত, একেবারেই অসহায়। সবাই তাকিয়ে আছে ‘টিকা’র দিকে। টিকা-ই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বার বার রূপ পাল্টাতে পারঙ্গম এই করোনা ভাইরাস হয়ত টিকা দেখেই তার রূপ পরিবর্তন করে নেবে। ফলে টিকা শতভাগ কার্যকরী না-ও হতে পারে। যাইহোক, করোনা ভাইরাস, তার প্রকৃতি ও এ থেকে বাঁচার সাধারণ উপায় নিয়ে কিছু কথা এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে আছে কেবলই সাধারণ কথা। সাধারণ মানুষের সাধারণ কথা। হয়তো এ লেখা কারো কোনো উপকারে আসবে। পৃষ্ঠা : ৬৪ মুদ্রণকাল : ফেব্রুয়ারি ২০২০ মূল্য : ১২০ আইএসবিএন : ৯৮৪-৭০২৫৪-০৪১২-০