এক সময়, এই পৃথিবীতে যখন পুণ্যের স্থান দখল করেছিল পাপ, সত্যকে স্থানচ্যুত করেছিল মিথ্যা, আলোকে গ্রাস করেছিল অন্ধকার, বিচারকে সমাহিত করেছিল অবিচার, শান্তিকে হত্যা করেছিল অশান্তি–চারদিকেই চলছিল তখন খুন-জখম-লুণ্ঠন। চরম এই দুরবস্থায় আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন এক আলোর আবাবিল–হাযরাত মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ সা.-কে। নিবিড় অন্ধকারে মানুষকে পথ দেখাতে আলো হয়ে পৃথিবীতে এলেন তিনি। ঘন অন্ধকারে আলোর মতো জ্বলে উঠলেন, তিমির বিদীর্ণ করে সুবহে সাদিকের আলো হয়ে ফুটে উঠলেন তিনি। অত্যাচার সহ্য করে পরাজিত করলেন অত্যাচারীকে। বুক ভরে ভালোবেসে বশ করলেন শত্রুকে। প্রেম দিয়ে জয় করলেন মানুষের হৃদয়। তাঁর মমতামাখা হাত দুটিতে বাঁধা পড়ে গেল তামাম বিশ্বের ইয়াতীম-মিসকীন, অনাথ-আতুর, দীন-দুঃখীরা। রক্তস্নাত মরুর ধূলায় আবার মাথা তুলে দাঁড়াল মানবতা, সত্য ফিরে পেল আপন আসন, হিংসা-বিদ্বেষ-দখল নিল প্রেম-প্রীতি-ভালোবাসা। যে অনির্বাণ আলো তিনি সাথে করে এনেছিলেন, তাতে পথ খুঁজে পেল পথহারা মানুষের দল। নতুন আলোয় চোখ মেলে সকলে নির্ভয়ে এগিয়ে চলল সামনের দিকে, কল্যাণের দিকে, শাশ্বত সত্যের পথে