তিনি রাজা নন। বাদশাহ নন। হেজাযের সম্রাটও নন। প্রভু-প্রেরিত মহান পুরুষ। রাসূল। রাহমাতাল্লিল আলামিন। মানুষের নাবী। নাবীদের নাবী। কুলকানিয়াতের সেরা সৃষ্টি। সৎগুণের সর্বোচ্চ উৎকৃষ্টায় ভরপুর নিষ্কলুষ চরিত্র। মানবিক। জ্যোতির্ময়। সর্ব কালের সেরা মানুষ হযরত মুহাম্মাদ ﷺ। তাঁকে নিয়েই আবদুল আযীয আল আমানের মহান তোহফা।
নাবীচরিত সীরাতসিরিজের ছ’টি গ্রন্থ
১. সেই ফুলেরই রৌশনিতে
২. মানুষের নাবী
৩. আলোর রাসূল আল-আমীন
৪. আলোর আবাবিল
৫. রৌদ্রময় নিখিল
৬. অনন্তের দিকে
প্রতিটিতে রয়েছে সাধারণ কিছু বিশেষত্ব, যা সজাগ পড়ুয়া আয়ত্ত করে নেবে অনায়াসেই।
এই ছ’টি গ্রন্থের মোট ৮৪ টি ছোটগল্পের মূল অবলম্বন হাদীস। নবুওয়াতের ঈশিতা ও আধ্যাত্মিকতায় পূর্ণ রাসূল নয়, মানবিক রাসূলুল্লাহ সা.-এর ছবি আঁকাই গল্পগুলির নিহিত অভিপ্রায়। অভিপ্রায় হলো সমকালীন হিংসা, দ্বেষ, কলহ, অসহিষ্ণুতার বাতাবরণের সমান্তরালে কিংবা ওপরে উঠে একটি সাদা-শুদ্ধ স্বরের বার্তা দেওয়া। সহৃদয় পাঠকমহল একে শুধু পাঠ্যতালিকায় না রেখে ব্যবহারিকতায় নিয়ে আসবেন, আশা এটুকুই।