হলিউড সিনেমার দৃশ্য কিংবা তুখোড় কমাণ্ডো হামলার চেয়ে নিখুঁত একশন।
দিনে দুপুরে নৃশংস হায়েনা এক সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের নাকের ডগায় অপারেশন। ৯২ সেকেণ্ডে ৯৬ রাউন্ড গুলি। তিন প্রহরী সেনা আর দুই তাঁবু ভর্তি খানসেনা বিনা প্রতিরোধে খতম। হিট এণ্ড রান। কাজটা এমেচার একদল তাজা তরুণ গেরিলাযোদ্ধার।
হ্যাঁ, একাত্তরের ৮ আগস্ট একটা টয়োটা সেডান গাড়ি নিয়ে ক্র্যাক প্লাটুনের ৬ তরুণের ‘অপারেশন ফার্মগেট’-এর কথা বলছি। এক প্রকার জোর করেই সবাইকে এ ঝুঁকিপূর্ণ অপারেশনের জন্য রাজি করান শহিদ বদিউল আলম, বীর বিক্রম।
এই মেধাবী ও অকুতোভয় বীরকে ঘিরে তাঁর সহযোদ্ধা, সহপাঠী, বন্ধু, আত্মীয়-পরিজনদের স্মৃতিকথা নিয়ে স্মারকগ্রন্থ ‘দীপ্র তপন’।
ত্যাগের ও সংগ্রামের অনন্য এই দলিল, অবশ্যপাঠ্য এবং সংগ্রহে রাখার মতো একটি বই।