প্রতি রাতে একই দু:স্বপ্ন দেখে কনর। যখন থেকে ওর মা অসুস্থ, চিকিৎসা শুরু করেও ঠিকমতো কাজ হচ্ছে না- তখন থেকে এই দু:স্বপ্নের শুরু। তবে আজকের রাতটা অন্যরকম। ঘুম থেকে উঠে ঘরের জানালায় নতুন এক অতিথির দেখা পেলো কনর। ভীষণ আকৃতির সুপ্রাচীন এক প্রাকৃতিক শক্তি; রূপকথার দৈত্য এসেছে গল্প শোনাতে। সেই সাথে কনরের কাছ থেকে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা জানতে চায় সে। এমন এক সত্য যা কিনা জেনেও জানতে চায় না কনর!
প্রয়াত লেখক সিওভান ডাওডের গল্পের ধারণাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন কার্নেগি মেডেল বিজয়ী লেখক প্যাট্রিক নেস। ফ্যান্টাসি আর বাস্তবতার মিশেলে উপস্থাপন করেছেন অভিনব অথচ হৃদয়বিদারক এক কাহিনী। এ গল্প সংগ্রামের, অসহায়ত্বের; আবার একই সাথে এ গল্প আশায় বুক বাধার, সব বাধা পেরিয়ে পৃথিবীতে টিকে থাকার।
এমন এক গল্পের জগতে হারিয়ে যেতে আপনি প্রস্তুত তো?