ইসলামের মর্মকথার লেখক জনাব আবুল হাশিম চিন্তা ও কর্মে আমার ঘনিষ্ঠতম সহযোগী। আমি শব্দে শব্দে, ছত্রে ছত্রে বইখানা পড়েছি এবং অত্যন্ত যত মনোযোগ সহকারে প্রত্যেক শব্দ ওজন করেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, মৌলিক সৃষ্টির দিগন্তে এই বইখানা একটি নতুন তারকা, যা শত শত বছরের ফাঁকে ফাঁকে আবিভর্‚ত হয়ে প্রজ্ঞা ও মৌলিক সৃষ্টির জগতে আলোড়ন সৃষ্টি করে। বইটির সৌন্দর্য তার দর্শনে যা আমার লেখা ছাড়া এখনও বিশ্বের বুদ্ধিজীবীদের নাগালের বাইরে রয়েছে বলে আমার ধারণা। এ দর্শন হচ্ছে ‘রব্বানিয়ত’-এর দর্শন যা জ্ঞান-চর্চার এক দুর্লভ ফল ও আল-কুরআনের শিক্ষার সারমর্ম ও তাৎপর্য। – মওলানা আজাদ সৃবহানী