কবি এম আতাহারুল ইসলামের কবিতা প্রসঙ্গে মানুষের জীবনকে যদি আমরা ক্ষণিক স্বপ্নের সাথে তুলনা করি, তাতে বড় বেশি ভুল করা হবে কি? বন্ধুকবি এম আতাহারুল ইসলাম যখন বলেন- ‘আমার কাছে প্রতিটি দিনই মোহময়’। এই মোহময় মুহূর্তগুলিতে থাকে হঠাৎ ঝলক-লাগানো আলোর দ্যুতি, যা ব্যক্তিচেতনারই প্রতিরূপ। কবি বলেছেন, ‘মনের অনুভূতি বিশ্লেষণ করার চেষ্টা করি প্রতিনিয়ত। অনেক ছোট ছোট দৃশ্য- অপরূপ মহিমায় ভাস্বর হয়ে আছে কালোত্তীর্ণ হয়ে’। এই হলো একজন কবির প্রকৃত জীবনানুভূতি। এই মহা সৌরলোকের আবর্তে মানুষ বাঁচে তার অনুভবকে সাথি করে। তাই একসময় আমরা আনন্দে নেচে উঠি, আর দিনান্তে মেঘের ঘরেই ঘুমিয়ে পড়ি- আবার জেগে ওঠার বাসনা নিয়েই। জেগে ওঠার এই বাসনাই মানুষকে সৃষ্টির তাগিদ দিয়ে চলেছে নিরন্তর। কবি এম আতাহারুল ইসলাম একজন প্রকৃত কবি- তার পরিচয় গ্রন্থভুক্ত কবিতাগুলোতে বিধৃত। এই সংগ্রহে ১২টি কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতাগুলি পাঠের পর মনে হয়েছে, তা পাঠককেও দূরগামী আলোর উৎসের দিকে নিয়ে যাবে সহজে। গত বছরের বইমেলায় কবির প্রথম কাব্য- ‘অবিকল তেমনি আছি, আছি কি?’ প্রকাশিত হয়েছে। সেই কাব্যও আমি পড়েছি- তাতেও একই অনুভব বিধৃত। কবির ‘আমি জেগে আছি’শিরোনামের একটি কবিতায় যে-সুর শোনা যায়- তা জীবনস্বপ্নের প্রতিধ্বনি। গ্রন্থভুক্ত কবিতাগুলিতে একটা সার্বজনীন রূপ ফুটে উঠেছে- যা সচেতন পাঠকের চেতনায় নাড়া দেবে বলে আমার বিশ্বাস। বিমল গুহ ৫/১০/২০২০