জেনারেল এমএজি ওসমানী ৬৬ বছরের বর্ণাঢ্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্লোভ, নির্ভয়, নিরহংকার, বিনয়ী, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, গণতান্ত্রিক মূল্যবোধের অনুসরণ, নিখাদ দেশপ্রেম এবং মানুষের প্রতি মমত্ববোধই ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। সত্য, সুন্দর আর মানবতার প্রতি অকৃত্রিম ভালোবাসার এই চারিত্রিক গুণাবলিই তাঁকে মানুষের মিছিলে নিয়ে এসেছিল। সেই মিছিলের মানুষই তাঁকে অভিষিক্ত করেছিলেন একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের গৌরবময় আসনে। সাহসিকতার সঙ্গে স্বাধীনতা ও মুক্তির পতাকা উর্ধ্বে তুলে ধরে বাঙালি জাতির বিজয় ছিনিয়ে আনতে মহান মুক্তিযুদ্ধের বীর সিপাহসালার জেনারেল এমএজি ওসমানী যে অনন্য ভূমিকা পালন করেছেন, সে জন্য স্বাধীন বাংলাদেশের বীর জনতা তাঁকে ‘বঙ্গবীর’ উপাধিতে ভূষিত করেন। তাই বলা যায়, বাংলাদেশের ইতিহাসে একটি আলোকিত নাম জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী। যুদ্ধক্ষেত্রে রণনীতি ও রণকৌশলে তিনি মেধা, শ্রম, দক্ষতা, সততা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচিত ছিলেন। ‘বঙ্গবীর ওসমানী’ তাই শুধু একটি নাম নয়; বাঙালি জাতির সর্বাত্মক মুক্তিযুদ্ধের অখ- ইতিহাস।