বঙ্গবন্ধু-তনয় শেখ কামাল (১৯৪৯-১৯৭৫) একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং বীরত্বের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। শেখ কামাল এক চিরবিপ্লবী যুবকের নাম। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, নাটকে এবং সঙ্গীতে নবপ্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র ছাব্বিশ বছরের জীবনকালে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি অবিনাশী কীর্তি গড়েন। এত কিছুর পরেও বাংলাদেশের ইতিহাসে শেখ কামাল অনালোচিত ও উপেক্ষিত। বিরুদ্ধবাদীদের উদ্দেশ্যপ্রণোদিত কালিমা লেপনে চাপা পড়ে আছে তার নামের মহিমা। বঙ্গবন্ধু-তনয় শেখ কামাল : চিরবিপ্লবী-চিরঞ্জীব’ সংকলনগ্রন্থে ইতিহাসের ধূসর পাতা থেকে শেখ কামালকে নতুন আলোয় তুলে ধরার চেষ্টা করেছেন লেখক-গবেষক-সমালোচক সৈয়দ জাহিদ হাসান। সৈয়দ জাহিদ হাসান মননশীল লেখক-গবেষক-সমালোচক হিসেবে পাঠক মহলে বিশেষভাবে পরিচিত। এই সংকলনগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে শেখ কামাল স্বমহিমায় উদ্ভাসিত হবেন, অক্ষয় আসন পাবেন ইতিহাসের পাতায়, এমন কথা অনায়াসেই ঘোষণা করা যায়।