“স্বাধীনতার অপেক্ষায়” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
স্বাধীনতার এতবছর পরেও মুক্তিযুদ্ধকে ঘিরে তরুণ প্রজন্মের মাথায় ঘুরপাক খায় নানান প্রশ্ন । সংশয়, বিকৃতি ও বিপরীতমুখী একপেশে ইতিহাস চর্চার দরুণ। বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন ‘১৯৭১’ একটি চেতনা হিসেবে বাস্তবিক অর্থে কমই সফল বলা চলে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি, ছাত্র আন্দোলন, যুদ্ধে ভারত রাষ্ট্রের অবস্থান এবং ইসলামের সংযুক্তিসহ নানাবিধ প্রশ্নের পাশাপাশি সাম্প্রতিকালে। তরুণদের মাঝে জঙ্গিবাদের প্রসারের মতাে বিষয়গুলাে ফুটে উঠেছে মুক্তিযােদ্ধা পরিবারের সন্তান ইমরান নাজিরের ‘স্বাধীনতার অপেক্ষায়’ বইয়ে গল্পের বাঁকে বাঁকে। বইয়ের লেখক একজন ছােটখাটো গবেষক হলেও মুক্তিযুদ্ধের বহুমুখী বাস্তবতাকে অঙ্কন করেছেন সাহিত্যের তুলিতে; কেননা অনেক সময় সমৃদ্ধ গবেষণাপত্র হাজারাে উপাত্ত তুলে ধরেও বাস্তবিক অভিব্যক্তি প্রকাশ করতে ব্যর্থ হয়। সাহিত্যের রয়েছে নিরব প্রতিবাদের ভাষা। আশা করা যায় যে, পাঠক বইটি পড়তে গিয়ে মুক্তিযুদ্ধকে কিছুটা হলেও ভিন্নভাবে অনুধাবন করতে শিখবেন- যাতে রয়েছে সংযম, সহনশীলতা, প্রেম, ত্যাগ ও বাস্তবিক মানবিকতা ।