আধুনিক বাংলাসাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ একাধারে একজন কবি, কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। আসল নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। সাহিত্যজগতে আল মাহমুদ নামে সমাধিক পরিচিত। বাংলাসাহিত্যে চষে বেড়িয়েছেন প্রায় সকল শাখায়। কবিতায় তাঁর যেমন অবাধ বিচরণ ছিল, ঠিক সেরকমই দখল ছিল কথাসাহিত্যে আর শিশুতোষ লেখায়। লেখালেখিতে সম্মানসূচক অর্জন করেছেন বাংলাএকাডেমি সাহিত্যপুরস্কার এবং একুশে পদক। তৎকালীন সাম্রাজ্যবাদী বৃটিশ সময়কাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট ও সময়ের প্রেক্ষিতে, সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে, মজলুম ও নিপীড়িত মানবতার পক্ষে আল মাহমুদ একজন সক্রিয় কলমযোদ্ধা। লিখে গিয়েছেন আপসহীনভাবে। একজন মুক্তিযোদ্ধা আল মাহমুদ কলম ধরেছেন দেশের আপামর জনতার হয়ে। লিখেছেন দেশবিরোধী বিভিন্ন চক্রান্ত ও ভিনদেশের গোলামীনামার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় কবি ও প্রাবন্ধিক খোরশেদ মুকুলের গবেষণায় প্রকাশ পেতে যাচ্ছে ‘দ্রোহের কবি আল মাহমুদ।’