“টেক্সট বুক রিভিউ (এমসিকিউ)” বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ
উচ্চশিক্ষা গ্রহণের পরে চাকুরীর যুদ্ধ অনেকটা চন্দ্র জয় করার মতাে। এজন্য আপনাদেরকে হতে হবে উদ্যমী, অধ্যবসায়ী, পরিশ্রমী এবং দৃঢ়চেতা। আপনাদের প্রচেষ্টাকে আরাে বেগবান ও শাণিত করতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা যা আপনাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস্য করি। ‘Text Book Review (MCQ)’ বইটি ভালােভাবে পড়লে আশা করি সবক’টি পরীক্ষায় প্রশ্নগুলাে কমন পাবেন।