সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান প্রধান অবলম্বন। প্রকৃতি মানুষকে জন্মদিয়ে গুহায় ঠেলে দিয়েছিল। বিজ্ঞান সে মানুষকে গ্রহ-গ্রহান্তরে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানমনস্ক সমাজ সাম্য সুখের সমাজ। বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞানমনস্ক পাঠ তৈরি প্রয়োজন। সে প্রয়োজন থেকেই বিজ্ঞানকবি, বিজ্ঞানবাদের দার্শনিক ও সমাজচিন্তক হাসাইন সাজ্জাদী বিভিন্ন বিষয়ে বিজ্ঞান প্রবন্ধ লিখে চলেছেন। তার কিছু প্রবন্ধের সংকলন-এ ‘বিজ্ঞান শিক্ষা সম্প্রীতি’ গ্রন্থ। গ্রন্থটিতে কবিতাবিজ্ঞান, বিজ্ঞানশিল্প, শিক্ষার বিজ্ঞানচিন্তা এবং মানুষে মানুষে সম্প্রীতির একাধিক লেখা রয়েছে। আছে বাঙালির বিশ^ায়ন ও বিজয় নিয়ে প্রবন্ধ। এছাড়াও রয়েছে বাঙালি জাতীয়তাবাদ ও বাংলা সাহিত্যে সিলেটের অবদান বিষয়ক প্রবন্ধ। গ্রন্থটি যেমন উচ্চতর শ্রেণিতে পাঠ্যসহায়ক হতে পারে তেমনি হতে পারে সমাজচিন্তক ও বুদ্ধিজীবীদের ভাবনার খোরাক।