সময়ের সমষ্টি জড়ো হয়। প্রতিটি জীবন ভিন্নতার কথা বলে। জীবনের চোখে চোখ রেখে শব্দের বুননে কথারা হয় বাঙময়। ছোট ছোট সুখ, ছোট ছোট ব্যথা নিয়ে গল্পটা সাজে। জীবনের আকুতিভরা টলটলে জলের ছলাৎ বুকে নিয়ে ছোট্ট ছোট্ট গল্পের মতন কিন্তু গল্প নয়…. ৩৮ টি গল্পে সমকালীন জীবন, দ্বন্দ্ব, মানসিক টানাপোড়েন ফুটেছে কুঁড়ি ও কুশির মতন। চিন্তারা এসে হোঁচট খেয়েছে বদ্ধ দরজায়… ওখানেই পাঠকের কাছে সমর্পণ।