এই বইয়ের কবিতাগুলো পড়তে গিয়ে আমরা হয়তো পৌছে যাবো প্রাচীন ভারতে।তারপর ধীরে ধীরে ভাঙতে থাকবে প্রাচীন ভারত সম্পর্কে আমাদের সেই আধ্যাত্নিকতার ধারণা।মনে হতে থাকবে সত্যের চেয়ে ধ্রুব আর বাস্তবতার চেয়ে আর কিছু নেই।কবিতাগুলো সেই সংস্কৃতিকে প্রকাশ করে যেখানে উদযাপন করা হয় রক্ত-মাংসের শরীরী আনন্দ।প্রকাশ করে এমন এক দ্বিধাহীন ভাষায় যা আমাদের মনের ভেতর উদয় হতে দেয় না কোনো পাপবোধ।বরং সবসময়ই সীমা অতিক্রম না-করে লক্ষ্য রাখে নির্মল স্বাদের আদর্শের দিকে।জন্ম দেয় আনন্দ,বিস্ময় আর মুগ্ধতার।শতাব্দীর দূরত্ব অতিক্রম করে এইসব কবিতায় কবিগণ যেন আমাদের সমসাময়িক হয়ে ওঠেন।আর তাঁদের কবিতাগুলো অত্যন্ত সাবলীল আর আকর্ষণীয়ভাবে বিস্তর মনুষ্য অভিজ্ঞতার কথা বলে-কথা বলে প্রেমে পূর্ণতাঅপূর্ণতা ,বৃদ্ধাবস্থা,দারিদ্র,তপস্যা,আর প্রকৃতির-কথা বলে এমনতর স্বরে যে,মনে হয় এগুলো আজও প্রাসঙ্গিক ও সত্য।