যুগে যুগে চন্ডিদাসেরা প্রেমের ঘাটে বড়শী ফেলেন। অনেকে ভালোবাসার জন্য বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে ফেরেন ১০৮টা নীল পদ্ম। কেউবা হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে বনলতার শান্তি কামনা করেন। কেউ কেউ আবার “কথোপকথন” এর নন্দিনীর মত চুপি চুপি অথচ জোরালো দাবী করে বলে হৃদয়ের মাঝে যে ঝরণা দিতে হবে স্নান করতে।