প্রেম-ভালোবাসা মানে না কোন বাঁধা, শোনে না কারো বারণ। কারো চোখ রাঙ্গানিতে থামে না ভালোবাসার চলার পথ। প্রেম-ভালোবাসা নিয়ে সোনা যায় কতো রুপকথার গল্প। কখনো কখনো কিছু প্রেমের বাস্তবতা সেই রুপকথার গল্পকেও হার মানায়। কথায় বলে প্রেম দেখে না ধর্ম, বর্ণ, জাত-বেজাত, উচু-নিচু বংশ পরিচয়। ভালোবাসা-ভালোলাগা এ যেন একটা স্বতন্ত্র ধর্ম। ‘তবুও সে বউ’ গল্পের চরিত্রের বাঁধন ও পূজা, দু’জন দুই মেরুর বাসিন্দা। ধর্ম পরিচয় ও ভিন্ন। দু’পরিবারে ধর্মকর্ম পালন হয় কঠোরভাবে। শত প্রতিকূলতার মধ্য দিয়ে কীভাবে এ প্রেমিক-প্রেমিকা তাদের ভালোবাসার সৌরভ ছড়ালো, কলি থেকে প্রষ্ফুটিত ভালোবাসার গোলাপ ফুটল…?
এমন শত প্রশ্ন রেখে প্রিয় পাঠক আপনার মনের বিনোদন যোগাতে ট্রাজেডিপূর্ণ আমার এবারের উপন্যাস ‘তবুও সে বউ’। পাঠকের জন্য উপযুক্ত করে প্রকাশ করছেন ‘কারুবাক’। আশা করি আমার প্রকাশিত রোমান্টিক উপন্যাসগুলোর মতো এবারের বইটিও পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে। বইটি পড়ে যদি পাঠকের মনে এতোটুকু ভালোলাগা স্থান করতে পারে সেটাই লেখক হিসাবে আমার স্বার্থকতা।