ভূত অথবা ভবিষ্যতের গল্প

৳ 150.00

লেখক হোসেন শহীদ মজনু
প্রকাশক বাংলানামা
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৪
সংস্কার 1st Published, 2011
দেশ বাংলাদেশ

প্রতিদিনের যাপিত জীবন আসলে কেমন? যে জীবন আমরা কাটাই তার আড়ালে অন্য আরেক জীবন সবারই! সেই অন্য জীবনের কথা, শৈশব-কৈশোরে নদী ভাঙনে বিলীন গ্রামের মানুষ ও স্মৃতি হাতড়িয়ে বেড়ানো এক তরুণের স্বগতোক্তির মধ্যেও গল্প লুকিয়ে থাকে! থাকে কৈশোরের ভালোর লাগার মেয়েটিও! সেই মেয়েটির অন্যত্র বিয়ে; ফুটফুটে এক কন্যার জন্ম- সেই কন্যা কেমন করে চলে আসে সেই কিশোরের কোলে! কন্যাকে খুশি করতে কিংবা প্রথম কোলে নেবার রেওয়াজে দান করার সংস্কৃতি থেকে কিশোরও বের হতে পারে না! শুধু টাকা নয়; ভালোবাসাও যেন বিলিয়ে দেয়! নির্মিত হয় ভবিষ্যতের গল্প! আছে ভূত বিষয়ক গল্পের ছিটেফোটাও! তারপরও বলা যায়- ভবিষ্যতের গল্পই রচিত হয়েছে এ বইয়ে!

Hossain Shohid Majnu ছোটগল্পকার, কবি হোসেন শহীদ মজনুর প্রধান পরিচয়– তিনি সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও প্রথম নেশা- লেখালেখি। ২০০৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি কমরেড' প্রকাশিত হয়। এরপর ২০১১ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ 'ভূত অথবা ভবিষ্যতের গল্প'। ‌যৌথ সম্পাদনায় 'ভাষাচিত্র নির্বাচিত ছোটো গল্প' বের হয় ২০১৯ সালে। ২০২০ সালে তার সম্পাদিত 'ছোটদের মজার মজার ভূতের গল্প' শিশু-কিশোরদের মধ্যে সাড়া ফেলে। সম্পাদনা করছেন ছোটোকাগজ বাংলানামা। এছাড়াও তিনি দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিকেই অনিয়মিতভাবে লেখালেখি করেন। লেখকের দ্বিতীয় নেশা- ভিজ্যুয়াল মিডিয়া। সেজন্যই চলচ্চিত্র নির্মাণকাজে জনপ্রিয় অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন প্রায় এক বছর। দেশের একাধিক জাতীয় দৈনিক ও অনলাইনে সাংবাদিকতার পাশাপাশি ড. কাজল রশীদ শাহীনের রচনা ও নূরুল আলম মিল্কীর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ নাটকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেন তিনি। একই লেখক ও পরিচালকের ‘বৈদেশী’ নামের আরেকটি টিভি নাটকেও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন হোসেন শহীদ মজনু। লেখকের জন্ম ১৯৭৫ সালের ১৩ মে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে। বাবা বদরুদ্দোজা বিশ্বাস ও মা জাহানারা খাতুনের ৬ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ২০০৭ সালের ১৫ অক্টোবর সাবিকুন্নাহার রীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুটি সন্তান– বড় মেয়ে শাহরীন মেধা ও ছেলে শাহনাম স্নিগ্ধ। সাংবাদিকতা, লেখালেখি ও সম্পাদনা করেই বাকি জীবন কাটিয়ে দিতে চান; কারণ তার ধারণা এসব ছাড়া অন্য কোনো কাজ তিনি তেমন পারেনও না!


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ